দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরে ভারী বৃষ্টিতে কমলা সতর্কতা,

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার ও বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। তবে সব জায়গায় ঝড়-বৃষ্টি হবে না।

দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি হলেও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস অনেকটাই গুরুতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। বিশেষ করে আলিপুরদুয়ার জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং-সহ পাহাড়ি ও ডুয়ার্স অঞ্চলে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?