দক্ষিণবঙ্গে পারদপতনের ইঙ্গিত, সপ্তাহের শেষে শীতের আমেজ

শীতের ময়দান। ছবি: রাজীব বসু

কলকাতা: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষেই দক্ষিণবঙ্গে শীতের আমেজ ফিরে আসতে পারে। রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। যদিও এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।

ঘূর্ণিঝড় ফেনজল শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে কর্নাটক উপকূলের কাছে আরব সাগরে অবস্থান করছে। এর প্রভাবেই গত কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা বেড়েছিল। তবে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালে হালকা কুয়াশা দেখা যেতে পারে। উত্তরবঙ্গেও সামান্য তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক