কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের জাঁকিয়ে শীত। উত্তুরে হাওয়ার দাপটে পারদ নেমে গিয়েছে ছ’ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কয়েক দিন এই পরিস্থিতিই বজায় থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে শুষ্ক আবহাওয়ার সঙ্গে শীতের অনুভূতি আরও তীব্র। ভোর ও সকালের দিকে কুয়াশার দাপটও বাড়ছে।
গত সপ্তাহে কলকাতার তাপমাত্রা কিছুটা ওঠানামা করলেও শীতের ঘাটতি নেই। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের নিচে রয়েছে। দক্ষিণবঙ্গের বহু জেলায় পারদ ১০ ডিগ্রির নীচে। বীরভূমের শ্রীনিকেতন-এ তাপমাত্রা নেমেছে ৬.৬ ডিগ্রি, কল্যাণী, বাঁকুড়া, বর্ধমান, আসানসোল-সহ একাধিক জেলায় ৭ থেকে ৯ ডিগ্রির ঘরে ঠান্ডা।
কুয়াশা নিয়ে সতর্কতা জারি রয়েছে রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গে দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটার পর্যন্ত। উত্তরবঙ্গে পরিস্থিতি আরও কঠিন। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে ৫০ মিটার হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সাত দিন রাতের তাপমাত্রায় বড় পরিবর্তন নেই। শীতের দাপটেই কাটবে এই সপ্তাহ।