আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গে অবস্থান করছে। দিঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই অক্ষরেখার কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বরং শনি ও রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ আরও কমবে। এর জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে চলেছে। ফলে প্যাচপ্যাচে গরমের মধ্যে হলেও পুজোর কেনাকাটায় মাথায় ছাতা নিয়ে বেরোতে হবে না। তবে সোমবার ও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। উপরের দিকের জেলাগুলিতে রবিবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি নামার আশঙ্কা বেশি। এই সময়ে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।
কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিললেও, না হলে গরম ও অস্বস্তি আরও বাড়বে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। তবে দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।