কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তবে আবহাওয়া থাকবে মনোরম

কালীপুজোর আগে শহীদ মিনারে বাজি বাজার। ছবি: রাজীব বসু

কলকাতা: মাঝে একটা দিন, তার পর আগামী বৃহস্পতিবার কালীপুজো। হাওয়া অফিসের পূর্বাভাস, কালীপুজোতেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও আবহাওয়া মূলত মনোরম থাকবে বলেই মনে করা হচ্ছে। সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক থাকবে, ফলে মৎস্যজীবীদের জন্য কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি।

অন্য দিকে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে