দক্ষিণবঙ্গে শীতের দাপট ক্রমশ কমছে। শনিবার রাজ্যের কোথাওই সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেনি। আপাতত তাপমাত্রা ঊর্ধ্বমুখী বলেই ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী কয়েক দিনে পারদ আরও কিছুটা বাড়তে পারে, যদিও কুয়াশার প্রভাব বজায় থাকবে।
গত কয়েক দিন ধরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। শনিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি কম। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি কম। তবে কলকাতার উপকণ্ঠ সল্টলেকে এক ধাক্কায় পারদ বেড়ে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহের পাশাপাশি দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। শনিবার বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি, শ্রীনিকেতনে ৯.৯ ডিগ্রি ও কল্যাণীতে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে অবশ্য এখনও শীতের দাপট বজায়, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। আগামী দু’দিন বড় পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও, তার পর ধীরে ধীরে পারদ ২–৩ ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।