স্পেন: ২ (ইয়ামাল, ওলমো)
ফ্রান্স: ১ (মুয়ানি)
২০২৪ ইউরো কাপের ফাইনালে পৌঁছে গেল স্প্যানিশ ফুটবল দল। প্রথম সেমি ফাইনাল ম্যাচে তারা ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে স্পেন ২-১ গোলে জয়লাভ করে।
মঙ্গলবার রাতে এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠল ইউরো সেমিফাইনাল। ৯০ মিনিটের দুরন্ত ম্যাচ শেষে জয়ের হাসি স্পেনের মুখে। টুর্নামেন্ট থেকে বিদায় নিল ফ্রান্স। সেই সঙ্গে পেলের রেকর্ড ভেঙে কনিষ্ঠতম ফুটবলার হিসাবে কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে নামার নজির গড়লেন স্পেনের লামিন ইয়ামাল। ইউরোর ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে গোলও করলেন তরুণ স্প্যানিশ তারকা। বয়স ১৬ বছর।
গোটা প্রথমার্ধ জুড়ে টান টান লড়াই হল। এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকে আগ্রাসী ফুটবল খেলা থামায়নি স্পেন। অন্যদিকে সুযোগ নষ্টের খেসারত দিতে হল ফ্রান্সকে। বাকি সময়ে অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি তারা। হতাশ হয়েই মাঠ ছাড়তে হয় এমবাপেদের। ফাইনালে উঠে উল্লাসে মাতে স্পেন।
এবার ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের মধ্যে দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। এই ম্যাচে যে দল জয়লাভ করবে, ফাইনালে তাদের বিরুদ্ধে স্পেনকে খেলতে হবে।