স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে প্রস্তুতি চরমে, জোড়া বৈঠকে সিইও দফতর

লোকসভা ভোটের আগে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-কে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতর। প্রস্তুতি পর্যালোচনায় টানা জোড়া বৈঠকের পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, শনিবার সিইও দফতরের অভ্যন্তরীণ বৈঠক হবে। আর সোমবার প্রত্যেক জেলার অতিরিক্ত জেলাশাসকদের সঙ্গে আলাদা বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। প্রতিটি জেলার প্রস্তুতি খতিয়ে দেখা হবে সেই বৈঠকে।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, এই প্রস্তুতি বৈঠকগুলির পরেই আগামী ১০ সেপ্টেম্বরের জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকে বিস্তারিত তথ্য উপস্থাপন করবেন সিইও। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানিয়েছে, সিইও দফতরে চার জন আধিকারিক নিয়োগের জন্য এখনও প্যানেল পাঠায়নি রাজ্য। ফলে দ্রুত এই প্যানেলের নাম পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থাৎ একদিকে এসআইআর-এর মাঠপর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে কেন্দ্রের কমিশনের নির্দেশ মেনে সিইও দফতরে প্রয়োজনীয় আধিকারিক নিয়োগের কাজও দ্রুত করতে হবে রাজ্যকে। সব মিলিয়ে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা