Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কালীপুজোয় বিশেষ মেট্রো পরিষেবা, রাতে বাড়ছে শেষ ট্রেনের সময় - NewsOnly24

কালীপুজোয় বিশেষ মেট্রো পরিষেবা, রাতে বাড়ছে শেষ ট্রেনের সময়

আসন্ন কালীপুজোয় যাত্রীদের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, সেই লক্ষ্যেই বিশেষ ব্যবস্থা নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। দুর্গাপুজোর মতোই কালীপুজোর দিনেও বদল করা হচ্ছে বিভিন্ন রুটের মেট্রো পরিষেবার সময়সূচি। রাতের শেষ মেট্রোর সময়ও বাড়ানো হয়েছে কিছু রুটে।

সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যাচ্ছে ব্লু লাইনে, অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে। সাধারণ দিনে এই রুটে ২৭২টি মেট্রো চললেও, কালীপুজোয় চলবে ১৪৪টি। সকাল ৭টা ৫৪ মিনিটে নোয়াপাড়া থেকে এবং সকাল ৬টা ৫৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো পরিষেবা শুরু হবে। শেষ মেট্রো ছাড়বে যথাক্রমে রাত ১০টা ৫১ মিনিট (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) এবং রাত ১১টা (শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর)।

গ্রিন লাইন–এ (হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ) চলবে ২২৬টির বদলে ১২৪টি মেট্রো। যদিও এই রুটে প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে—সকালে যথাক্রমে ৬টা ৩০ মিনিট ও ৬টা ৩২ মিনিটে পরিষেবা শুরু হবে, আর রাতে শেষ মেট্রো ছাড়বে ৯টা ৪৫ ও ৯টা ৪৭ মিনিটে।

ইয়েলো লাইন–এ (নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর) ১২০টির বদলে চলবে ৫২টি মেট্রো। প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টায় এবং শেষ মেট্রো বিকেল ৫টা ৩৪ মিনিটে (নোয়াপাড়া থেকে বিমানবন্দর)। বিমানবন্দর দিক থেকে শেষ মেট্রো পাওয়া যাবে বিকেল ৫টা ৫৪ মিনিটে।

পার্পল লাইন–এ (জোকা থেকে মাঝেরহাট) চলবে ৮০টির বদলে ৪৪টি মেট্রো। সকাল ১০টায় প্রথম মেট্রো এবং বিকেল ৫টা ২৮ মিনিটে শেষ মেট্রো পাওয়া যাবে। মাঝেরহাট থেকে শেষ মেট্রো ছাড়বে বিকেল ৫টা ৪৯ মিনিটে।

অরেঞ্জ লাইন–এ (বেলেঘাটা থেকে কবি সুভাষ) কালীপুজোয় মোট ৪০টি মেট্রো চলবে, যেখানে সাধারণ দিনে চলে ৬০টি। সকাল ৯টা ৫৫ মিনিটে বেলেঘাটা থেকে এবং সকাল ১০টায় কবি সুভাষ থেকে প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে। বিকেল ৫টা ৫৫ মিনিটে শেষ মেট্রো চলবে উভয় দিকেই।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের দিন যাত্রীদের ভিড় সামাল দিয়ে পরিষেবা স্বাভাবিক রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবুও যাত্রীদের সুবিধার্থে বাড়ানো হয়েছে রাতের মেট্রো সংখ্যা ও সময়সীমা।

Related posts

দুর্গাপুজোর পর দীপাবলিও ইউনেস্কোর স্বীকৃতি পেল, দেশজুড়ে উচ্ছ্বাস—বাংলাতেও উদযাপনের প্রস্তুতি

সংসদে ফের নামবিভ্রাট! প্রধানমন্ত্রীকে ‘নরেন্দ্র বাজপেয়ী’ বললেন বিজেপি সাংসদ অভিজিৎ, হাসির রোল লোকসভায়

আস্থাভোটের আগেই ইস্তফা বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের, দলের নির্দেশ মানলেন অবশেষে