দিল্লি থেকে সিবিআইয়ের বিশেষ দল, আরজি করে আজই

আরজি করের সামনে বিক্ষোভে পড়ুয়ারা। ছবি: রাজীব বসু

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে সিবিআই। এই নির্দেশ পাওয়ার পরপরই, দিল্লি থেকে সিবিআইয়ের একটি বিশেষ দল কলকাতায় আসছে। সিবিআইয়ের এই বিশেষ দল বুধবার সকালে কলকাতায় পৌঁছাবে বলে সূত্রে জানা গিয়েছে।

এ দিন সিবিআইয়ের এই দল তদন্তের নথিপত্র সংগ্রহ করে আরজি কর মেডিক্যাল কলেজে যেতে পারে। নথিপত্র সংগ্রহের পর অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশ পাওয়ার কিছু ক্ষণের মধ্যে আরজি কর হাসপাতাল যে থানার অধীনে, সেই টালা থানায় পৌঁছে যায় সিবিআইয়ের একটি দল। ইতিমধ্যে সিবিআইকে কেস ডায়েরি হস্তান্তর করা হয়েছে। আর কিছু কাগজপত্র রয়েছে, সেগুলো বুধবারের মধ্যেই কলকাতা পুলিশ সিবিআইয়ের হাতে তুলে দেবে। অভিযুক্তকেও যে কোনও সময় নিজেদের হেফাজতে নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে