পাঁশকুড়া-দিঘা রুটে বিশেষ ট্রেন, স্বস্তি পর্যটকদের

দিঘামুখী যাত্রীদের জন্য সুখবর। ৯ এপ্রিল থেকে চালু হচ্ছে এক জোড়া স্পেশাল ট্রেন। চলবে ৮ জুন পর্যন্ত। পর্যটকের চাপ সামলাতেই এই উদ্যোগ দক্ষিণ-পূর্ব রেলের।

প্রতিদিন সকাল ১১টায় পাঁশকুড়া থেকে ট্রেন ছাড়বে, দিঘায় পৌঁছবে দুপুর ১টা ৫০ মিনিটে। ফিরতি ট্রেন দিঘা থেকে ছাড়বে দুপুর ২টো ৫০ মিনিটে, পাঁশকুড়ায় পৌঁছবে বিকেল ৫টা ৩৫ মিনিটে।

লোকাল ভাড়া যথাক্রমে ৩০ টাকা (সম্পূর্ণ রুট) ও ন্যূনতম ১০ টাকা।

জানা গিয়েছে, পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে রেল দপ্তরের কাছে এক জোড়া অতিরিক্ত বিশেষ লোকাল ট্রেন চালুর আবেদন জানিয়েছিল ‘পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ । রেল কর্তৃপক্ষ সেই আবেদনে সাড়া দিয়েছেন।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন