জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর ও আশপাশের এলাকায় লক্ষাধিক মানুষের ভিড়ের কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল পূর্ব রেল। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৮ অক্টোবর মঙ্গলবার থেকে ১ নভেম্বর শনিবার মধ্যরাত পর্যন্ত এবং ২ নভেম্বর রবিবার ভোর পর্যন্ত একাধিক স্পেশাল লোকাল ট্রেন চলবে।
পূর্ব রেলের পরিকল্পনা অনুযায়ী, হাওড়া থেকে ব্যান্ডেল রুটে পাঁচজোড়া স্পেশাল লোকাল এবং হাওড়া থেকে বর্ধমান রুটে একজোড়া স্পেশাল লোকাল চালানো হবে। এই ট্রেনগুলি যাত্রাপথের সমস্ত স্টেশনে থামবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
হাওড়া-ব্যান্ডেলগামী ট্রেনের সময়সূচি:
- বিকেল ৫:২০
- রাত ৭:৫৫
- রাত ৮:৩৫
- রাত ১১:৩০
- রাত ১২:৩০
ব্যান্ডেল-হাওড়াগামী ট্রেনের সময়সূচি:
- সন্ধ্যা ৬:৩৫
- রাত ৯:২০
- রাত ৯:৫৫
- রাত ১:০০
- রাত ২:০০
অন্যদিকে, হাওড়া-বর্ধমানগামী (ভায়া ব্যান্ডেল) স্পেশাল লোকাল ২৮ অক্টোবর থেকে শনিবার পর্যন্ত রাত ১:১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে, এবং বর্ধমান থেকে হাওড়াগামী ট্রেন ছাড়বে রাত ১১:৩০ মিনিটে।
বিসর্জনের দিন, চন্দননগরে লক্ষাধিক মানুষের ভিড় সামলাতে রবিবার আরও একটি বিশেষ হাওড়া-ব্যান্ডেল-হাওড়া লোকাল চালানো হবে।
- হাওড়া থেকে ছাড়বে শনিবার রাত ২:৩৫ মিনিটে
- ব্যান্ডেল থেকে ছাড়বে রবিবার ভোর ৪:০০টায়
এছাড়া, হাওড়া-মশাগ্রাম লোকাল ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বর্ধমান পর্যন্ত চালানো হবে। ওই সময়কালে আরও একটি বর্ধমান-হাওড়া স্পেশাল ট্রেন চলবে, যা বর্ধমান থেকে রাত ১১:১০ মিনিটে ছাড়বে।
তবে, এই সময়কালে মশাগ্রাম-হাওড়া লোকাল পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল।
চন্দননগর, শ্রীরামপুর, বীরনগর ও আশপাশের এলাকাবাসীদের জন্য এই বিশেষ পরিষেবা জগদ্ধাত্রী পুজোর সময় যাত্রা অনেক সহজ ও নিরাপদ করে তুলবে বলে আশা রেল কর্তৃপক্ষের।