Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
জুনিয়র ডাক্তারদের অবস্থানে হামলার ষড়যন্ত্র, তৃণমূলের বিস্ফোরক অডিও ফাঁসের পর গ্রেফতার ১ - NewsOnly24

জুনিয়র ডাক্তারদের অবস্থানে হামলার ষড়যন্ত্র, তৃণমূলের বিস্ফোরক অডিও ফাঁসের পর গ্রেফতার ১

জুনিয়র ডাক্তারদের ধরনা স্বাস্থ্য ভবনের সামনে। ছবি: রাজীব বসু

কলকাতা: রাজ্যে উত্তাল পরিস্থিতির মধ্যেই তৃণমূল নেতা কুণাল ঘোষ শুক্রবার বিকেলে একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এনে বিস্ফোরক দাবি করেছেন। ওই অডিওতে জুনিয়র ডাক্তারদের সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে চলমান অবস্থানে হামলা করে রাজ্য সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেন তিনি। যদিও অডিও ক্লিপের সত্যতা এখনও যাচাই করেনি সংবাদমাধ্যম।

কুণাল ঘোষের প্রকাশিত অডিওতে দুই ব্যক্তির মধ্যে কথোপকথন শোনা যায়, যেখানে একজনকে ‘স’ এবং অন্যজনকে ‘ক’ বলে সম্বোধন করা হচ্ছে। এরই মধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সঞ্জীব দাস ওরফে বুবলাই। তৃণমূলের দাবি অনুযায়ী, ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্য একজনের পরিচয় নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

রাজ্যজুড়ে আরজি কর কাণ্ড ঘিরে উত্তাল পরিস্থিতির মধ্যে জুনিয়র ডাক্তাররা গত চারদিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। বৃহস্পতিবার বিকেলে তাঁরা বৈঠকের জন্য নবান্নে গেলেও, সরকার তাদের শর্ত না মানায় তাঁরা বৈঠক থেকে ফিরে যান। এরই মধ্যে কুণাল ঘোষ দাবি করেছেন, ওই সময় জুনিয়র ডাক্তারদের বিক্ষোভস্থলে হামলার পরিকল্পনা ছিল, যার মাধ্যমে রাজ্য সরকারকে দোষারোপ করা যেত।

তৃণমূলের দাবি অনুযায়ী, কয়েকটি শিবির মিলে মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলতে বাইরের লোকজন এনে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। কুণালের অভিযোগ, পরিকল্পনার পেছনে বামপন্থী যুব সংগঠন এবং অতি বামপন্থীদের হাত রয়েছে। তিনি আরও দাবি করেছেন, ওই সময় বিজেপি যুবনেতাদের উপস্থিতিও ছিল ঘটনাস্থলে।

এই অডিও প্রকাশ্যে আসার পর থেকে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আন্দোলনরত ডাক্তারদের অবস্থান এবং বিক্ষোভ অব্যাহত থাকলেও, তৃণমূলের এই দাবির পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

Related posts

এসআইআর শুনানিতে হাজিরা দিলেন দেব, বৃদ্ধ-অসুস্থদের জন্য মানবিকতার আর্জি সাংসদের

জানুয়ারির শেষে ফের কনকনে শীতের ইঙ্গিত, আপাতত স্থিতাবস্থায় কলকাতার আবহাওয়া

অসুস্থ টুটু বোসের এসআইআর শুনানি বাড়িতেই, পরিবারকে হাজিরার নির্দেশ—সমালোচনার মুখে কমিশনের সাফাই