কলকাতা: সোমবার (৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিং প্রক্রিয়া। চলবে আগামী ডিসেম্বর এর প্রথম সপ্তাহ পর্যন্ত।
ইতিমধ্যেই কোন কোন স্কুলে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের শূন্যপদ রয়েছে তার তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিক কমিশন। বিষয় ভিত্তিক তালিকা প্রকাশের পাশাপাশি মাধ্যম ও সংরক্ষণকে মাথায় রেখেই এই তালিকা প্রকাশ করেছে বলে খবর। ১ হাজার ১৪৭ পাতার তালিকা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। মূলত স্কুলের নাম, ঠিকানা, কোন বিষয়ে শূন্যপদ, যাবতীয় বিষয়ের বিস্তারিত উল্লেখ রয়েছে সেই তালিকায়।
এসএসসি জানিয়েছে, কালীপুজোর (১২ নভেম্বর) আগে পাঁচ দিন কাউন্সেলিং হবে। আবার ভাইফোঁটা এবং ছটপুজোর পর ফের ২২ নভেম্বর থেকে কাউন্সেলিং চলবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। নভেম্বর মাসে ৬, ৭, ৮, ৯, ১০, ২২, ২৩, ২৪, ২৫, ২৮, ২৯ এবং ৩০ তারিখ ও ডিসেম্বরের ১ এবং ২ তারিখ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এসএসসি সূত্রে খবর, ১৩ হাজারের বেশি চাকরিপ্রার্থী নিয়োগের সুযোগ পাবেন। এই কাউন্সেলিং গিরে এসএসসির তৎপরতাও তুঙ্গে। এ বার নিয়োগ নিয়ে যাবতীয় সতর্কতা অবলম্বন করেছে এসএসসি।