Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
প্রায় ৯ বছর পর রাজ্যে ফের SSC পরীক্ষা, প্রশ্নফাঁস রুখতে কড়া নজরদারি - NewsOnly24

প্রায় ৯ বছর পর রাজ্যে ফের SSC পরীক্ষা, প্রশ্নফাঁস রুখতে কড়া নজরদারি

প্রায় ন’বছর পর ফের রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) শিক্ষক নিয়োগ পরীক্ষা। রবিবার (৮ সেপ্টেম্বর) নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং আগামী ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হবে। দুই পর্বে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার। এর মধ্যে নবম-দশমে পরীক্ষার্থী ৩ লক্ষ ১৯ হাজার এবং একাদশ-দ্বাদশে ২ লক্ষ ৪৬ হাজার

শনিবার সাংবাদিক বৈঠকে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, প্রশ্নফাঁস রুখতে এবার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরীক্ষার সময় ও নিয়ম

  • সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিতি বাধ্যতামূলক। যদিও অ্যাডমিট কার্ডে ১১টা লেখা আছে, নিরাপত্তাজনিত নথি খতিয়ে দেখতে অতিরিক্ত সময় লাগবে বলে সময় এগিয়ে আনা হয়েছে।
  • পরীক্ষাকেন্দ্রে প্রবেশের শেষ সময় ১১.৪৫ মিনিট
  • পরীক্ষা শুরু হবে দুপুর ১২টায়
  • সকাল ১০টা থেকে ১০.৩০টার মধ্যে প্রশ্নপত্র পৌঁছবে কেন্দ্রে।
  • পরীক্ষার্থীরা ১১.৪৫ মিনিটে প্রশ্নপত্র ও ওএমআর শিট হাতে পাবেন, তবে প্রশ্নপত্র খোলা যাবে দুপুর ১২টার আগে নয়।

পরীক্ষাকেন্দ্র সংখ্যা

  • ৭ সেপ্টেম্বর (নবম-দশম): ৬৩৬টি কেন্দ্র
  • ১৪ সেপ্টেম্বর (একাদশ-দ্বাদশ): ৪৭৮টি কেন্দ্র

পরীক্ষার্থীদের জন্য নিয়মাবলি

  • অ্যাডমিট কার্ড ছাড়া প্রবেশ নিষিদ্ধ। প্রতিটি অ্যাডমিট কার্ডে বার কোড স্ক্যানার থাকবে।
  • অ্যাডমিট কার্ডে ছবি বা সইয়ের সমস্যা থাকলে আসল পরিচয়পত্র এবং স্বপ্রত্যয়িত জেরক্স কপি দেখাতে হবে।
  • পরীক্ষার্থীরা সঙ্গে নিতে পারবেন: স্বচ্ছ পেন, স্বচ্ছ জলের বোতল, ঘড়ি, ফটো আইডি কার্ড
  • প্রত্যেক পরীক্ষার্থীর জন্য কমিশনের তরফে কলমের ব্যবস্থাও থাকবে।
  • পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, স্মার্টওয়াচ একেবারেই নিষিদ্ধ। এমনকি ইনভিজিলেটর, ভেন্যু ইনচার্জ, অবজার্ভাররাও মোবাইল নিয়ে হলে ঢুকতে পারবেন না।

প্রশ্নফাঁস রুখতে নিরাপত্তা ব্যবস্থা

  • প্রশ্নপত্রে একাধিক নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।
  • কোনও পরীক্ষার্থী ছবি তোলা বা ফাঁস করার চেষ্টা করলে তা শনাক্ত করা যাবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ দিক

  • প্রতিটি কেন্দ্রে একজন করে অবজার্ভার থাকবেন। সাধারণত প্রধান শিক্ষক বা শিক্ষিকারা এই দায়িত্বে থাকেন, তবে প্রয়োজনে অন্য কাউকে দায়িত্ব দেওয়া যেতে পারে।
  • বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য স্ক্রাইবের সুযোগ থাকছে। নবম-দশমের জন্য ন্যূনতম একাদশ শ্রেণি পাশ এবং একাদশ-দ্বাদশের জন্য ন্যূনতম স্নাতক স্ক্রাইব হওয়া আবশ্যক।
  • পরীক্ষাকেন্দ্রে দামি কোনও বস্তু আনলে টোকেনের মাধ্যমে জমা রাখার ব্যবস্থা থাকবে।

এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন, “পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে সমস্তরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নফাঁসের কোনও আশঙ্কা নেই। পরীক্ষার্থীদের শুধু নির্দিষ্ট সময়ে পৌঁছনো এবং নিয়ম মেনে পরীক্ষা দেওয়াই বড় দায়িত্ব।”

Related posts

জঙ্গলের বুক চিরে টয়ট্রেন! ছয় বছর পর উত্তরবঙ্গে ফিরল রোমাঞ্চকর জঙ্গল সাফারি

শীতের মাঝেই উলটপুরাণ! এক ধাক্কায় ৪ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা

নজরে বাঁকুড়া, ১৫ হাজার চাকরির বার্তা অভিষেকের