সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি এনেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকাশিত হয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে ফর্ম ফিলাপও। সময়সীমা বাড়িয়ে ২১ জুলাই পর্যন্ত করা হয়েছে আবেদন প্রক্রিয়া।
এর মধ্যেই সূত্রের খবর, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগের লিখিত পরীক্ষা হতে পারে ৭ ও ১৪ সেপ্টেম্বর। পরীক্ষার সম্ভাব্য দিন মাথায় রেখে সরকারি ও সরকার-পোষিত বিদ্যালয়ের প্রধানদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে বলেও জানা গেছে।
তবে এসএসসি-র নতুন পরীক্ষার বিধি নিয়ে তৈরি হয়েছে আইনি টানাপড়েন। একাধিক মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে, যদিও বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন দায়ের করেছেন চাকরিপ্রার্থীদের একাংশ। আগামী সপ্তাহে হতে পারে সেই মামলার শুনানি।
উল্লেখযোগ্যভাবে, ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল করে মোট ২৫,৭৫২ জন শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে নির্দেশ দেয়, অযোগ্য প্রার্থীদের বাদ দিয়ে নয়া পরীক্ষার আয়োজন করতে হবে এসএসসি-কে।
এসএসসি ইতিমধ্যেই নতুন নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, পোর্টাল খুলে আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে চিহ্নিত অযোগ্যদের কেন বসতে দেওয়া হচ্ছে, কিংবা পুরনো অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর বা বয়সে ছাড় দেওয়া কেন— এই প্রশ্নে ফের আইনি লড়াইয়ে নেমেছেন প্রার্থীদের একাংশ।
পরিস্থিতির মধ্যে এসএসসি-র দ্রুত পদক্ষেপ দেখে পরীক্ষার্থীদের একাংশের মধ্যে আশার সঞ্চার হলেও, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের ওপর।