কলকাতা: সুপ্রিম কোর্টের রায়ের পর এবার তৎপরতা শুরু করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগের জন্য নতুন নিয়োগবিধি তৈরির কাজ জোরকদমে শুরু হয়েছে।
সূত্রের খবর, নতুন ব্যবস্থায় পরীক্ষার্থীদের স্বচ্ছতা নিশ্চিত করতে ওএমআর শিটের কার্বন কপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার শেষে প্রার্থীরা তাঁদের উত্তরপত্রের কপি সঙ্গে নিয়ে যেতে পারবেন। ফলপ্রকাশের আগেই নির্দিষ্ট সিরিজ অনুযায়ী উত্তরপত্র আপলোড করা হবে এসএসসি-র তরফে।
কাউন্সেলিং প্রক্রিয়াতেও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পুরো প্রক্রিয়া স্বচ্ছ রাখতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এপ্রিলের মধ্যেই নিয়োগবিধি তৈরি করে পাঠাতে চায় এসএসসি। পাশাপাশি নিয়োগ পরীক্ষার প্রস্তুতিও শুরু হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রিজিয়নের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক হয়েছে এসএসসি-র চেয়ারম্যানের।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট ২০১৬ সালের এসএসসি পরীক্ষার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয়। প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থী চাকরি হারান। বৃহস্পতিবারের নির্দেশে ”দাগি” নন এমন শিক্ষকদের আপাতত চাকরিতে বহাল রাখার ছাড়পত্র দেওয়ায় সাময়িক স্বস্তি মিলেছে অনেকেরই।