এসএসসির ২০১৬ সালের বাতিল প্যানেলের পর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষার নিয়ম নিয়ে ফের আইনি লড়াইয়ের পথে বঞ্চিত চাকরিপ্রার্থীরা। বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে গেলেন তাঁরা। মঙ্গলবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তাঁদের আইনজীবী ফিরদৌস শামিম। বেঞ্চ মামলা গ্রহণ করেছে, শুনানি হতে পারে চলতি সপ্তাহেই।
চাকরিপ্রার্থীদের মূল আপত্তি হল বাতিল হওয়া প্যানেলের প্রার্থীদের শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত।
তাঁদের দাবি, যেহেতু প্যানেল অবৈধ বলে বাতিল হয়েছে, সেহেতু সেই প্যানেলের কেউ ‘অভিজ্ঞ’ বলে বিবেচিত হতে পারেন না। তা হলে ওয়েটিং তালিকায় থাকা বা সুযোগ না পাওয়া প্রার্থীদের প্রতি অবিচার হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে ২৫,৭৩৫ জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। তাঁদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করেছে এসএসসি, তাতে পরীক্ষার নম্বর, যোগ্যতা ও মূল্যায়নে বদল আনা হয়েছে। বঞ্চিত চাকরিপ্রার্থীদের বক্তব্য, ২০১৬ সালের পদ্ধতিতেই ফের পরীক্ষা হওয়া উচিত।
এখন ডিভিশন বেঞ্চ কী রায় দেয়, সেদিকে তাকিয়ে গোটা রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী।