প্রথম পাতা খবর বাতিল হওয়া গ্রুপ সি শূন্যপদে নিয়োগের তোড়জোড় এসএসসি-র, জারি বিজ্ঞপ্তি

বাতিল হওয়া গ্রুপ সি শূন্যপদে নিয়োগের তোড়জোড় এসএসসি-র, জারি বিজ্ঞপ্তি

257 views
A+A-
Reset

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া ৮৪২টি শূন্যপদের মধ্যে থেকে ১০০টি পদে কর্মী নিয়োগের জন্য কাউন্সেলিং বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। জানানো হয়েছে, প্রথম দফায় ১০০ চাকরিপ্রার্থীর কাউন্সেলিং করবে এসএসসি। আগামী ২৩ মার্চ রয়েছে ওই কাউন্সেলিং।

গত ১০ মার্চই গ্রুপ সি-তে ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সুপারিশপত্র ছাড়া চাকরি দেওয়া হয়েছে এমন অভিযোগ উঠেছিল ৫৭ জন গ্ৰুপ-সি কর্মীর বিরুদ্ধে। ওই ৫৭ জনের চাকরি তো বাতিল হয়ই, পাশাপাশি, আরও ৭৮৫ জনের চাকরির সুপারিশ পত্র বাতিল করার নির্দেশ দেন বিচারপতি।

এরপরে পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, খুব তাড়াতাড়িই ওই শূন্য়পদগুলিতে নিয়োগ শুরু হবে। ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য দিনক্ষণ জানানো হবে। এর পরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হল শুক্রবার।

এসএসসি-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ মার্চ সকাল সাড়ে ১০টায় প্রথম পর্বের কাউন্সেলিংয়ের জন্য উপস্থিত হতে হবে তালিকায় নাম থাকা প্রার্থীদের। সেদিন যাঁদের কাউন্সেলিং হবে, তাঁদের প্রত্যেককেই চিঠি পাঠানো হয়েছে। কমিশনের ওয়েবসাইট থেকেও যোগ্য প্রার্থীরা চিঠি ডাউনলোড করে নিতে পারেন। বৈধ চিঠি ছাড়া কাউকেই কাউন্সেলিংয়ে ঢুকতে দেওয়া হবে না বলে কড়া ভাষায় জানিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। পাশাপাশি সমস্ত রকম নথিও আনতে বলা হয়েছে প্রার্থীদের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.