কলকাতা: উচ্চ প্রাথমিকে ১,৫৮৫ জনের নিয়োগের ইন্টারভিউ শুরু হচ্ছে আগামী ২১ অক্টোবর থেকে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কোন কোন প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে, সেই তালিকাও প্রকাশ করা হয়েছে, শুক্রবার তা জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)।
শুক্রবার কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, হাইকোর্টের নির্দেশ মেনে যে প্রার্থীদের ইন্টারভিউয়ের তালিকা আজ প্রকাশিত হয়েছে, ২১ অক্টোবর থেকে তাঁদের পার্সোনালিটি টেস্ট শুরু হবে। আজ থেকেই কমিশনের ওয়েবসাইটে গিয়ে ‘ইনটিমেশন লেটার’ ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।
কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, এই ১,৫৮৫ জনের ইন্টারভিউ হবে আট দফায়। প্রথম দফার ইন্টারভিউ হবে আগামী ২১ অক্টোবর, দ্বিতীয় দফার ২২ অক্টোবর, তৃতীয় দফার ২৮ অক্টোবর, চতুর্থ দফার ২৯ অক্টোবর, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম দফার ইন্টারভিউ হবে ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত।
কমিশনের তরফে জানানো হয়েছে, ভেরিফিকেশন পর্বে যাবতীয় নথি, শংসাপত্র, মার্কশিটের ফোটোকপি এবং অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। যদি কোনো নথিতে গরমিল পাওয়া যায়, তা হলে সংশ্লিষ্ট প্রার্থীকে ইন্টারভিউয়ে বসতে দেওয়া হবে না। কোনো প্রার্থী যদি নির্দিষ্ট সময় ইন্টারভিউয়ের জন্য উপস্থিত না থাকেন, তা হলে তাঁকে পরবর্তীতে বিবেচনা করা হবে না।
আরও পড়ুন: প্রাথমিক টেট-এ বসার আবেদন প্রক্রিয়া শুরু, বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ