ফের একবার ট্যুইট করে চাঞ্চল্য ছড়ালেন বিজেপির বিতর্কীত নেতা তথাগত রয়। বিজেপির নিচুতলার কর্মী সমর্থকদের মধ্যে রয়েছে তৃনমূলের মুখ্য পরামর্শদাতা পিকে-র লোকজন। ট্যুইট করে এমনটাই দাবি জানান বিজেপির এই নেতা।
এদিন এই বিষয়ে পরপর দুটি ট্যুইট করেন তথাগত। প্রথম ট্যুইটে তিনি উক্তি, “একজন একনিষ্ঠ বিজেপি সমর্থকের কাছ থেকে জানতে পাওয়া, ‘ স্যার আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানিনা, আমাদের এখানে আমাদের পাশের গ্রামের একজন আমাকে বলছিল 2021 এর বিধানসভা ভোটের আগে PK র টিম অনেকেই ফোন করেছিল আমাদের এখানকার একজন শিক্ষিত যুবক কে ফোন করেছিল আমাদের…’
এরপর দ্বিতীয় ট্যুইটে তাঁর বক্তব্য,
‘ পাশের গ্রামে বাড়ি তাকে ফোন করে বলছিল 13000 টাকা করে মাইনে দেবে বিজেপিতে জয়েন করে তৃণমূলের হয়ে কাজ করার জন্য তাই আমার মনে হয় বিজেপিতে এখনও নিচের তলায় এরকম অনেক পিকে-র মাইনে দেয়া কর্মী আছে যতদিন না এদের চিহ্নিত করা যাবে বিজেপিকে জেতানো খুবই অসম্ভব।’
মঙ্গলের সকালে মেঘালয়ের প্রাক্তন এই রাজ্যপালের ট্যুইট ঘিরে ফের একবার রাজ্যে শুরু হয়ে গিয়েছে আলোচনা আর সমালোচনার ঝড়।