কলকাতা: আজ সোমবার বিকেলে নবান্নে বসতে চলেছে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক। উত্তরবঙ্গ সফর শেষে বৃহস্পতিবার কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারি মাসের শেষ সপ্তাহের এই বৈঠক নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
আগামী ৫-৬ ফেব্রুয়ারি কলকাতায় আয়োজিত হতে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। শিল্প সম্মেলনের আগে রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা ও নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে।
এছাড়াও, শিল্প সম্মেলন শেষ হলেই রাজ্য সরকার বাজেট অধিবেশনের প্রস্তুতি শুরু করবে। শনিবার কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর রাজ্য মন্ত্রিসভা তার উপর নজর রেখে কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিতে পারে বলে সূত্রের খবর। ফলে সোমবারের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।