কলকাতা: ৮ জুলাই এক দফাতেই পঞ্চায়েত ভোট রাজ্যে। শুক্রবার শুরু হয়েছে মনোনয়ন। সোমবার মনোনয়নের তৃতীয় দিনেও অশান্তি অব্যাহত। বিরোধীদের অভিযোগ, মনোনয়ন পেশে বাধা দিচ্ছেন তৃণমূলকর্মীরা। সেই অভিযোগের প্রেক্ষিতেই এবার কড়া পদক্ষেপ করল রাজ্য নির্বাচন কমিশন।
পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের নানা প্রান্তে জোর করে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে জেলাশাসকদের চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, পঞ্চায়েত ভোটে প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার পরেও কেউ যদি তা প্রত্যাহার করে নিতে চান, তবে তার উপযুক্ত কারণ দেখাতে হবে।
কমিশনের নির্দেশ, ‘কারণ না দেখালে কোনো প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার নয়’। শুধু তাই নয়, চাপের মুখে কেউ মনোনয়ন প্রত্যাহার করছেন কিনা, সে বিষয়েও খোঁজখবর নিয়ে কমিশনকে জানাতে হবে জেলাশাসকদের। চিঠিতে উল্লেখ, প্রার্থী নিজে বা এজেন্টের মাধ্যমে যদি মনোনয়ন প্রত্যাহার করেন, তবেই তা গ্রাহ্য করা হবে।