কলকাতা: মনোনয়নের সময়সীমা না বাড়ালেও পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর সব জেলা এবং বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, এ বিষয়েই বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হয়ে নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাবে রাজ্য নির্বাচন কমিশন।
পঞ্চায়েত ভোট সংক্রান্ত যে যে দাবি নিয়ে বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন সেগুলোর মধ্যে অন্যতম ছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট গ্রহণ। মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনী আদালতের নির্দেশে বিরোধীদের সেই দাবিতে কার্যত সিলমোহর দিয়েছে হাইকোর্ট।
হাইকোর্টের অভিমত, ভয়মুক্ত পরিবেশের জন্য কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া উচিত কমিশনের। যে ৭টি জেলাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলো হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, হুগলি, বীরভূম, জলপাইগুড়ি।।
৭টি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিলেও বাকি জেলার ক্ষেত্রে পরিস্থিতির পর্যালোচনা করে তারপর কমিশন কেন্দ্রীয় বাহিনী চাইতে পারে। কমিশন বাহিনী চাইলে কেন্দ্রীয় সরকার বাহিনী পাঠাবে। কেন্দ্রীয় বাহিনীর খরচ রাজ্য দেবে না। কেন্দ্রকেই দিতে হবে।
তবে আদালতের নির্দেশ মতো কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও দ্বিধাগ্রস্ত কমিশন। তাই কেন্দ্রীয় বাহিনী নিয়ে আদালতের কাছে সিদ্ধান্ত পুর্নবিবেচনার আর্জি কমিশনের। ভাঙড়-ক্যানিংয়ের মতো উপদ্রুত অঞ্চলের উদাহরণ সামনে রেখে গণ্ডগোল ঠেকাতে অতিরিক্ত পুলিশ ফোর্স ব্যবহারের নির্দেশ। সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনারের।