রাজ্যের ১০৮ পুরসভা ভোটে নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী নাকি রাজ্য পুলিশ! আজই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কমিশন

রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে বারবার পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত সেই দাবিতে কর্ণপাত করেনি রাজ্য নির্বাচন কমিশন। এমনকি এই ব্যাপারে আদালতও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার কমিশনের উপরেই ছেড়ে দিয়েছে। এই পরিস্থিতিতে এবার ভোটে নিরাপত্তার ব্যাপারে কমিশন শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নিচ্ছে, সেদিকেই নজর রয়েছে গোটা রাজ্যের।

তবে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে‌ পাওয়া খবর অনুযায়ী রাজ্য পুলিশ দিয়ে ভোট করানোর সিদ্ধান্তের দিকেই কমিশনের পাল্লা ভারী বলে জানা যাচ্ছে । কমিশনের পরিকল্পনা অনুযায়ী রাজ্যের ১০৮ পুরসভা ভোটের প্রতিটি বুথে থাকবে রাজ্য সশস্ত্র পুলিস।

প্রসঙ্গত হাইকোর্টের তরফে বলা হয়েছিল, আগামী পুরভোটে কেন্দ্রীয় বাহিনী লাগবে কিনা, সেই সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশনই। এরপরই স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি ও আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা এডিজি-র সঙ্গে জরুরি বৈঠক করেন নির্বাচন কমিশনার সৌরভ দাস। কমিশনের তরফে বলা হয়, কমিশন অবাধ ও সুষ্ঠ ভোট করতে বদ্ধপরিকর। আর তাই প্রতিটি বুথেই মোতায়েন করা থাকবে সশস্ত্র পুলিস।

রাজ্যের সাধারণ মানুষ যাতে নিজের ভোট শান্তিতে দিতে পারেন, সেই ব্যবস্থাই করতে বদ্ধ পরিকর রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সমস্ত জেলা থেকে এই সংক্রান্ত রিপোর্ট চলে এসেছে কমিশনের কাছে। আর সেই রিপোর্টের উপর ভিত্তি করেই এই পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দরকার নেই বলেই আপাতত মনে করছে কমিশন। যদিও বৃহস্পতিবার দুপুরে এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন বলেই জানা গিয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক