সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা, পরবর্তী শুনানি ২২ এপ্রিল

মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। সেই শুনানি আবার পিছিয়ে গেল। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানায়, আগামী এপ্রিল মাসে হবে এই মামলার পরবর্তী শুনানি।

এ দিন মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, সওয়াল-জবাব সম্পূর্ণ করতে আরও সময় লাগবে। সব পক্ষের সম্মতিতে ২২ এপ্রিল পরবর্তী শুনানির দিন ঠিক হয়। আদালতের কাছে মামলাটি ‘টপ অফ দ্য বোর্ড’-এ রাখার আবেদন জানানো হয়, যা শীর্ষ আদালত গ্রহণ করেছে।

এদিকে, রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলনকারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলার অংশ হতে আবেদন জানিয়েছিল, যা সুপ্রিম কোর্ট মঞ্জুর করেছে। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানায়, পরবর্তী শুনানির দিন রাজ্যের পক্ষ থেকে ব্যাখ্যা করতে হবে কেন তাদের আবেদন গ্রহণযোগ্য হবে, এবং কেন সেটি খারিজ করা হবে না।

উল্লেখ্য, এর আগে ডিএ মামলা বিচারপতি হৃষীকেশ রায়ের বেঞ্চে ছিল, তবে বিচারপতির অবসর গ্রহণের ফলে গত তিন মাস ধরে মামলাটির শুনানি স্থগিত ছিল। বর্তমানে এই মামলার শুনানি বিচারপতি করোল ও বিচারপতি মিশ্রের বেঞ্চে স্থানান্তরিত হয়েছে।

কলকাতা হাই কোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল, যা চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করে। ২০২২ সালের ডিসেম্বর মাসে রাজ্যের আবেদন দাখিল হয়। তবে তিন বছর পেরিয়ে গেলেও এখনও নিয়মিত শুনানি শুরু হয়নি।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে