সুখবর! রাজ্য সরকারি কর্মীদের এ মাসের বেতন হবে ২৮ সেপ্টেম্বর

কলকাতা: দুর্গাপুজোর কারণে ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত বন্ধ রাজ্য সরকারি দফতর। ও দিকে, মহাসপ্তমী থেকেই বন্ধ ব্যাঙ্কের কাজ। ফলে ব্যাঙ্কে আর্থিক লেনদেনে সমস্যা এড়াতে মাস শেষের আগেই সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে প্রাপ্য টাকা।

একটি বিজ্ঞপ্তি জারি করে বুধবার অর্থ দফতরের তরফে তা জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের বেতন, অনুদান, সাম্মানিক, পারিশ্রমিক চলতি মাসের ২৮ এবং ২৯ সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হবে। তার পরের মাস অর্থাৎ অক্টোবরে যা দেওয়া হবে ২১ তারিখ।

অন্য দিকে, রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন পাবেন ২৯ সেপ্টেম্বর। অর্থাৎ চতুর্থীতেই পেনশনের টাকা ঢুকে যাবে রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে। আবার নভেম্বরের শুরুতেই পেনশন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে পেনশন।

ওয়াকিবহাল মহলের মতে, পুজোর মুখে হাতে যদি টাকা না থাকে তা হলে সত্যিই সমস্যা। এই সকল সমস্ত দিক বিচার বিবেচনা করে রাজ্য সরকার এই সহানুভূতিশীল পদক্ষেপ গ্রহণ করেছে।

আরও পড়ুন: রাজনৈতিক উদ্দেশে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান বদলে ফেলা হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন