সময়সীমা পার, বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে নতুন আবেদন রাজ্যের

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে ফের জটিলতা। আজ, ২৭ জুন, শুক্রবার ছিল বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর চূড়ান্ত সময়সীমা। কিন্তু সেই অর্থ মেটাতে অক্ষম বলে কার্যত আদালতের সামনে জানিয়ে দিল রাজ্য। শুধু তাই নয়, রাজ্যের তরফে আরও ছ’মাস সময় চেয়ে শীর্ষ আদালতে নতুন আবেদনও করা হয়েছে।

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আন্দোলন। শেষপর্যন্ত সুপ্রিম কোর্ট রাজ্যকে ৬ সপ্তাহ সময় দিয়ে স্পষ্ট নির্দেশ দেয়, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে হবে। সেই নির্দেশের প্রেক্ষিতে আশা জেগেছিল রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে। কিন্তু সময়সীমাও শেষ হল।

রাজ্য সরকারের যুক্তি, বকেয়া মহার্ঘভাতা দিতে যে পরিমাণ অর্থ প্রয়োজন চলতি অর্থবর্ষে সেই বাজেট বরাদ্দ নেই।তাই এই মুহূর্তে তা দেওয়া সম্ভব নয়। একইসঙ্গে রাজ্য চেয়েছে, আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত সেই অর্থ কোর্টের কাছে জমা রাখার অনুমতি দেওয়া হোক।

রাজ্যের বক্তব্য, কর্মীদের হাতে যদি এখন টাকা দিয়ে দেওয়া হয় এবং পরে যদি আদালতের রায় রাজ্যের পক্ষে যায়, তাহলে সেই অর্থ ফেরত আনা কঠিন হবে। ফলে নতুন করে তৈরি হল অনিশ্চয়তা—সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ কবে মিলবে, সে প্রশ্ন এখন আরও জোরালো হল।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে