এসএসসি চাকরিহারাদের ভাতা দেওয়া নিয়ে সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে পৌঁছাল রাজ্য সরকার। তাদের যুক্তি, চাকরি হারানো গ্রুপ সি ও ডি কর্মীদের সামাজিক মান রক্ষায় এবং দৈনন্দিন জীবন চালাতে এই ভাতা অত্যন্ত প্রয়োজনীয়।
সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন বিচারাধীন থাকা অবস্থায় রাজ্য সরকার মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী, চাকরিহারা গ্রুপ সি কর্মীরা মাসে ২৫,০০০ টাকা ও গ্রুপ ডি কর্মীরা ২০,০০০ টাকা করে ভাতা পাবেন। কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন ২০১৬ সালের ওয়েটিং লিস্টে থাকা একাংশ চাকরিপ্রার্থী।
মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, শুধুমাত্র চাকরি হারানোদের কেন ভাতা দেওয়া হবে? বেকারদের ক্ষেত্রে কেন এই ধরনের আর্থিক সহায়তা মিলবে না? এই যুক্তিতে তিনি ভাতা দেওয়ার ওপর স্থগিতাদেশ জারি করেন।
এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের আইনজীবীরা ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়ে বলেন, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে এসএসসি নিজের নিয়ম তৈরি করার ক্ষমতা রাখে, সেই দিকটিকেই গুরুত্ব দেওয়া হোক।