ইতিমধ্যেই রাজ্যের বুকে ফের একবার খোলা শুরু হয়েছে স্কুল ও কলেজ। রাজ্যের অষ্টম শ্রেণি থেকে পড়ুয়ারা এই মুহূর্তে স্কুলে যেতে পারছে নবান্নের অনুমতির কারণে। কিন্তু অষ্টম শ্রেণির থেকেও ছোট শিক্ষার্থীদের ক্ষেত্রে এখনও অনুমতি না মেলায় এখনও ওই সব ছাত্র ছাত্রীদের বেশিরভাগ গৃহবন্দী।
এই পরিস্থিতিতে এবার এই সব ছোট্ট ছোট্ট পড়ুয়াদের কথাও ভাবতে শুরু করেছে রাজ্যের সরকার বলে বৃহস্পতিবার খোদ জানালেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার নেতাজী ইনডোর এর এক অনুষ্ঠানে ছোটদের স্কুল খোলার চিন্তাভাবনা করছে সরকার বলে জানালেন মুখ্যমন্ত্রী। আপাতত ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ছোটদের স্কুল খোলা হতে পারে বলেও বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ছোটদের স্কুল খোলা হতে পারে। তবে কোভিড পরিস্থিতি বুঝে ছোটদের স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।”
এর পাশাপাশি রোটেশন পদ্ধতিটেও স্কুল খোলা হতে পারে বলে বলা হয়। পরিস্থিতি বুঝে রোটেশনে স্কুল খোলা হতে পারে। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষগুলির সঙ্গেও আলোচনা চালানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহষ্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বাস্তুদের পাট্টা বিলি অনুষ্ঠানে এসে স্কুল খোলার বিষয়টি জানান মুখ্যমন্ত্রী।