বেসরকারি স্কুলের লাগামছাড়া ফি বৃদ্ধি রুখতে বিল আনছে রাজ্য, বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী

বেসরকারি স্কুলগুলির লাগামছাড়া ফি বৃদ্ধির বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, এই বিষয়ে একটি বিল আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

বিধানসভায় বিজেপির এক বিধায়ক এই বিষয়ে প্রশ্ন তুললে শিক্ষামন্ত্রী জানান, অভিভাবকদের অভিযোগ সরকারের কাছে পৌঁছেছে, এবং তা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। স্বাস্থ্য কমিশনের ধাঁচে বেসরকারি স্কুলগুলির ফি নিয়ন্ত্রণে একটি কমিশন গঠনের পরিকল্পনাও রয়েছে।

এর আগেও ২০২৩ সালে ‘ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুল রেগুলেটরি কমিশন’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু সেই কাজ বিশেষ এগোয়নি। এবার নতুন বিলের মাধ্যমে মধ্যবিত্ত অভিভাবকদের ওপর অতিরিক্ত চাপ কমানোর লক্ষ্য নিয়েছে সরকার।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে