তিন মাসেরও বেশি অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে চলেছে চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বোর্ডের চেয়ারপার্সন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৭ আগস্ট ওয়েবসাইটে প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্সের ফল।
চলতি বছর ২৭ এপ্রিল এই প্রবেশিকা পরীক্ষা হয়েছিল রাজ্যের ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি কলেজে ভর্তির জন্য। তবে ওবিসি সংক্রান্ত মামলার কারণে ফলপ্রকাশে জট তৈরি হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই জট কাটতেই উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী তৎপর হয় বোর্ড।
সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানান, ফলপ্রকাশের প্রস্তুতি আগে থেকেই ছিল, কিন্তু আইনি জটিলতায় তা থমকে ছিল। বুধবারই সরকারি নির্দেশ পাওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশ করে বোর্ড। পরীক্ষার্থীদের ৩১ জুলাই থেকে ২ আগস্টের মধ্যে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নিজেদের শ্রেণি (ক্যাটাগরি) নির্ধারণ করতে হবে। সেই তথ্য যাচাই করে ৭ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ফল।