ডেস্ক: কয়লাপাচার কাণ্ডে এবার তলব রাজ্যের মন্ত্রীকে। সূত্রের খবর, কয়লা দুর্নীতি মামলায় নোটিস দিয়ে তলব করা হয়েছে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে। কেন্দ্রের আর্থিক দুর্নীতি তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে মলয় ঘটককে আগামী ১৪ সেপ্টেম্বর দিল্লিতে তলব করা হয়েছে বলে খবর। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে দিল্লিতে তলব করা হয়েছিল। কিন্তু অভিষেকের স্ত্রী দিল্লিতে যাবেন না বলে জানা গিয়েছে। দুই সন্তানকে রেখে তিনি দিল্লিতে যেতে নারাজ বলে জানিয়েছেন।
ইডি সূত্রে খবর, কয়লা কাণ্ডের তদন্তে নেমে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। তাঁদের থেকে তথ্য সংগ্রহ করেছেন। তাঁদের বক্তব্য রেকর্ড করেছেন। সেই সূত্র ধরেই মন্ত্রী মলয় ঘটকের নাম উঠে এসেছে। এরপরই মন্ত্রী মলয় ঘটককে তলব করেন তদন্তকারীরা। ইডি ছাড়াও কয়লা কাণ্ডের তদন্ত করছে CBI। অপরাধমূলক ষড়যন্ত্রের তদন্ত করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
দুর্নীতির ঘটনায় জনপ্রতিনিধি হিসেবে মলয়বাবু কী ভূমিকা নিয়েছিলেন, বা তিনি আদৌ রোখার চেষ্টা করেছিলেন কি না, সেই সংক্রান্ত বিষয়ই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে। যেহেতু কয়লাকাণ্ডের তদন্ত দিল্লির দফতর থেকেই চলছে, তাই বাকিদের মতো মন্ত্রী মলয় ঘটককেও দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে।