ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য, সোমবার শুনানির সম্ভাবনা

ওবিসি তালিকা সংক্রান্ত হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটি দ্রুত শুনানির আবেদন জানানো হয়। মামলার শুনানির অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। সম্ভাবনা, সোমবারই শুরু হবে শুনানি।

এর আগে কলকাতা হাই কোর্ট ২০১০ সালের পর থেকে রাজ্যের ওবিসি তালিকাভুক্তদের শংসাপত্র বাতিল ঘোষণা করে। পাশাপাশি, রাজ্যের জারি করা ওবিসি সংক্রান্ত যাবতীয় বিজ্ঞপ্তির উপর ৩১ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে হাই কোর্ট। এই রায়ে প্রভাবিত হয়েছেন বহু চাকরিপ্রার্থী ও পড়ুয়া।

মামলাকারীদের দাবি ছিল, ওবিসি তালিকা তৈরির ক্ষেত্রে সঠিক সমীক্ষা হয়নি। জেলা ভিত্তিক কিছু পরিবারকে কেন্দ্র করে তৈরি হয়েছিল তালিকা। আদালতের পর্যবেক্ষণ, সামাজিক, আর্থিক ও পেশাগতভাবে সম্পূর্ণ রাজ্যের উপযুক্ত সমীক্ষার ভিত্তিতেই এই তালিকা তৈরি হওয়া উচিত ছিল।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক