ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমশ বেড়ে চলা উত্তেজনার মধ্যে কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। ৭ মে অর্থ দফতরের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীর মঞ্জুরীকৃত ছুটি (শারীরিক অসুস্থতার কারণে ছাড়া) অবিলম্বে বাতিল করা হচ্ছে।
নবান্নের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জনপরিষেবা সচল রাখতে এই সিদ্ধান্ত। সরকারি কর্মীরা এখন থেকে কোনও অবস্থাতেই হেডকোয়ার্টার ছাড়তে পারবেন না, যতক্ষণ না উপযুক্ত কর্তৃপক্ষ লিখিত অনুমতি দেন।
এছাড়াও জরুরি ও অত্যাবশ্যকীয় পরিষেবা বজায় রাখার জন্য সব সরকারি দফতরকে সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যসচিব এবং সংশ্লিষ্ট আধিকারিকরা পরিস্থিতির উপর নজর রাখছেন বলেও জানা গিয়েছে।