দিল্লির জয়হিন্দ কলোনিতে বাংলাভাষীদের উচ্ছেদের উপর স্থগিতাদেশ দিল পাতিয়ালা হাউস কোর্ট। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়েছে তৃণমূল কংগ্রেস। আদালতের এই নির্দেশকে নিজেদের লড়াইয়ের বড় সাফল্য বলে দাবি করেছে পশ্চিমবঙ্গের শাসকদল।
দিল্লির বসন্তকুঞ্জের পাশের জয়হিন্দ কলোনিতে বেশিরভাগ বাসিন্দাই কোচবিহারের মানুষ। তাঁদের অভিযোগ, বাংলায় কথা বলার কারণে হেনস্থার শিকার হতে হচ্ছে। কয়েকদিন আগেই বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছিল। পরিস্থিতি ঘিরে তৃণমূল সরব হয়। দলীয় প্রতিনিধি দল কলোনিতে যান, স্থানীয়দের পাশে দাঁড়ান এবং ২৪ ঘণ্টার ধরনায় বসেন।
সাংসদ সাগরিকা ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন, “প্রত্যেক বাংলাভাষী ভারতীয়র ন্যায়ের জন্য এই স্থগিতাদেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” কেন্দ্র ও বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল জানায়, বাংলাভাষীদের টার্গেট করে বিজেপি সফল হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই চলবে বলেও জানিয়েছে তৃণমূল।