কলকাতা: রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর বড়োসড়ো সাফল্য। মুম্বইয়ের সন্ত্রাসদমন শাখা (এটিএস)-র সাহায্য নিয়ে জঙ্গি সন্দেহে তারা এ রাজ্যের দুই যুবককে গ্রেফতার করল শনিবার।
জানা গিয়েছে, ধৃতরা ডায়মন্ডহারবারের বাসিন্দা। নাম সমির হোসেন শেখ এবং সাদ্দাম হোসেন খান। সমিরের বয়স ৩০ বছর। ৩৪ বছর বয়স সাদ্দামের। অভিযোগ, ধৃতরা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য। ওই দুই যুবক বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছে বলে কিছু দিন আগেই জানতে পারে বাংলার সন্ত্রাসদমন শাখা।
মুম্বইয়ের নির্মাণনগর এলাকায় ওই দুই যুবক গা ঢাকা দিয়ে রয়েছে বলে সম্প্রতি গোপন সূত্রে জানা যায়। এর পর মুম্বইয়ে পাড়ি দেন রাজ্যের এসটিএফ আধিকারিকরা। মুম্বই এটিএসের সাহায্যে আলাদা ভাবে অভিযান চালিয়ে ওই দুই যুবককে গ্রেফতার করে এসটিএফ।
তদন্তকারীদের দাবি, সমির সংগঠনের জন্য লোকজন জোগাড় করার দায়িত্বে ছিল। সাদ্দামের সঙ্গে গোপনে সে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল। পুলিশ জানিয়েছে, এ দিনই আদালতে তোলা হয় ধৃতদের। ট্রানজিট রিম্যান্ডে শীঘ্রই বাংলায় আনা হবে তাদের। দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে আর কে কে এর সঙ্গে যুক্ত, কাদের মদত রয়েছে নেপথ্যে, তা জানার চেষ্টা করবেন এটিএস আধিকারিকরা।
আরও পড়ুন: উপরাষ্ট্রপতি ধনখড়ের সঙ্গে দেখা করবে তৃণমূলের প্রতিনিধি দল, রাজনৈতিক জল্পনা