ভুয়ো ভোটার ও ভোটদানের হার নিয়ে ক্রমাগত অভিযোগের পর অবশেষে কড়া পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, এবার থেকে ভোটগ্রহণ চলাকালীন রিয়েল টাইমে ভোটদানের হার প্রকাশ করবে কমিশন। এ জন্য ব্যবহার করা হবে ECINET অ্যাপ।
কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতি দু’ ঘণ্টা অন্তর প্রিসাইডিং অফিসাররা ECINET অ্যাপে সরাসরি ভোটের হার আপলোড করবেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রতিটি কেন্দ্রের পৃথক ভোটদানের পরিসংখ্যানও জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ, গণনার আগেই প্রযুক্তির মাধ্যমে সর্বসাধারণের কাছে পৌঁছে যাবে ভোটের বিস্তারিত হার।
যদিও ভোটগ্রহণ শেষে পোলিং এজেন্টদের দেওয়া ফর্ম 17C চালু থাকবে আগের মতোই।
লোকসভা ভোট-পরবর্তী বিতর্ক, বিশেষ করে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের প্রবল আপত্তির মুখে এই পদক্ষেপ বলে রাজনৈতিক মহলের ধারণা। বিরোধীদের দাবি ছিল, ভোটের পরেও বহু সময় ধরে ভোটদানের হার প্রকাশ না করায় কারচুপির সন্দেহ থেকে যায়। এবার সেই সন্দেহ দূর করতেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত।
আগামী দিনে বিহার, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে নির্বাচন রয়েছে। তার আগে কমিশনের এই ঘোষণায় ভোটের স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।