কলকাতা: আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে কর্মবিরতিতে চিকিৎসকরা। এই কর্মবিরতি এখনও চলবে। রবিবার সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা লিখিত ভাবে জানিয়ে দিলেন, দাবি না মানলে জরুরি পরিষেবাও আর দেবেন না তাঁরা।
প্রেস মিট করে কর্মবিরতি জারি রাখার কথা জানিয়ে দিলেন আরজিকর ও এসএসকেএমের চিকিৎসকরা। তাঁরা স্পষ্ট করে দিয়েছেন, জরুরি পরিষেবা বজায় রেখে কর্মবিরতি চলবে। স্বচ্ছ ময়নাতদন্তের রিপোর্ট রাতেই মধ্যেই প্রকাশ করার দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হলে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। ওই ঘটনায় অভিযুক্ত এক সিভিক ভলান্টিয়ারকে শনিবার গ্রেফতারও করে পুলিশ। তবে তার আগে থেকেই এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন শুরু হয়।
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থাতেই চিকিৎসককে ‘ধর্ষণ -খুনে’র অভিযোগে কড়া পদক্ষেপ করেছে স্বাস্থ্য দফতর। ঘটনার জেরে অপসারিত আরজি কর মেডিক্যালের সুপার। রবিবার হাসপাতালের সুপারকে অপসারণ করা হয়েছে। আরজি করের সুপারের দায়িত্বে নিয়েছেন ডিন বুলবুল মুখোপাধ্যায়।