পহেলগাঁও হামলার কড়া জবাব আসছে শীঘ্রই, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের হুঁশিয়ারি

কাশ্মীরের পহেলগাঁওে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় সন্ত্রাসবাদীদের ও তাদের মদতদাতাদের উদ্দেশে কড়া বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি জানিয়েছেন, ভারত এই হামলার কঠোর জবাব দেবে এবং যারা এই ষড়যন্ত্রে জড়িত, সবাইকে খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করা হবে।

তিনি বলেন, “এই ধরনের জঘন্য কাজের জন্য যারা দায়ী, তারা শীঘ্রই উপযুক্ত জবাব পাবে।”

বুধবার সেনা প্রধান ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকের পর প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “শুধু যারা সরাসরি আক্রমণ করেছে তাই নয়, যারা পর্দার আড়ালে থেকে এই ষড়যন্ত্র চালিয়েছে, তারাও রেহাই পাবে না। হামলাকারী ও তাদের মাস্টারমাইন্ড—সকলকেই খুঁজে বার করা হবে”।

তিনি আরও বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। সন্ত্রাসের প্রতি ভারতের শূন্য-সহনশীলতা নীতি রয়েছে এবং আমরা প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেব।”

মঙ্গলবার সন্ধ্যায় পহেলগাঁওের বৈসারণ উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় পর্যটক, সাধারণ মানুষ ও এক নববিবাহিত নৌসেনা অফিসার নিহত হন। ছবির মতো সুন্দর সেই জায়গায় রক্তপাত গোটা দেশ ও বিশ্বকে স্তম্ভিত করেছে।

হামলার পর ছড়িয়ে পড়া ভিডিওগুলোয় দেখা যায়, মহিলারা রক্তাক্ত মুখে কাঁদছেন, কারণ তাঁদের সামনে স্বামীদের গুলি করে হত্যা করা হয়েছে। এক মহিলাকে এক জঙ্গি ব্যঙ্গ করে বলে, “মোদীকে গিয়ে বলো।”

এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যা নিষিদ্ধ পাক-ভিত্তিক লস্কর-ই-তইবা সংগঠনের ছায়াসংগঠন। নিরাপত্তা সংস্থাগুলি হামলাকারীদের মধ্যে তিনজনের স্কেচ প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলার তীব্র নিন্দা করেছেন এবং দোষীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছেন। এক্স-এ তিনি লেখেন, “এই ঘৃণ্য কাজের পেছনে যারা আছে, তাদের কেউ ছাড় পাবে না… তাদের অপকর্ম সফল হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সংকল্প অটুট।”

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক