আগ্নেয়াস্ত্র হাতে রিলস বানাতে গিয়ে প্রাণ হারাল অষ্টম শ্রেণির ছাত্র, মালদহের কালিয়াচকে ভয়াবহ দুর্ঘটনা

মালদহের কালিয়াচকে রিলস বানানোর সময় গুলিতে প্রাণ হারাল এক অষ্টম শ্রেণির পড়ুয়া। ভয়াবহ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার কালিয়াচকের শ্রীরামপুরে সামিউল ইসলাম (১৪)-এর বাড়ির ছাদে ঘটে এই দুর্ঘটনা। রিল তৈরির সময় হাতে থাকা আগ্নেয়াস্ত্র থেকে আচমকাই গুলি ছুটে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, ঘটনায় সামিউলের বন্ধু সাফি আলিকে গ্রেফতার করা হয়েছে।

কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ সামিউল ও তার বন্ধু সাফি বাড়ির ছাদে ছিল। তারা একটি সেভেন এমএম পিস্তল নিয়ে রিল বানাচ্ছিল। রিল তৈরির সময় অসাবধানতাবশত বন্দুক থেকে গুলি ছুটে সামিউলের মাথায় লাগে। সঙ্গে সঙ্গেই সাফি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় প্রতিবেশীরা ছাদে গিয়ে সামিউলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তার পাশেই পাওয়া যায় আগ্নেয়াস্ত্রটি। সামিউলের মোবাইল বাজেয়াপ্ত করে পুলিশ। মোবাইল ঘেঁটে জানা যায়, সামিউল নিয়মিত রিলস বানাত। ফোনের সূত্র ধরে সাফির সন্ধান পায় পুলিশ। পুলিশের অভিযোগ, সাফি অসাবধানতাবশত সামিউলের মাথায় বন্দুক ধরে গুলি চালায়।

বন্দুকটি কার কাছে ছিল এবং কী ভাবে তাদের হাতে এল, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। ধৃত সাফিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সামিউলের পরিবার জানায়, সামিউল এবং সাফির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। মাঝেমধ্যে তারা মজা করে রিল বানাত। কিন্তু তাদের কাছে বন্দুক কী ভাবে এল, তা পরিবারের কেউ জানত না।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক