একাদশ থেকে দ্বাদশে উঠতে পরীক্ষা দিতে হবে না ছাত্রছাত্রীদের

ডেস্ক: কোভিড পরিস্থিতি মাথায় রেখেই গত বছরের মতো এ বছরও পরীক্ষা ছাড়াই একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠবে ছাত্রছাত্রীরা। এই মর্মেই আজ মঙ্গলবার নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।


করোনা পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠবে ছাত্রছাত্রীরা। এই মর্মেই আজ মঙ্গলবার নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যে রাজ্যের স্কুলগুলিকে এই মর্মে জানিয়ে দেওয়া হয়েছে। সেই মতো স্কুলগুলিকে প্রস্তুতি নিতেও বলা হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ  সূত্রের খবর, ১৫  জুলাইয়ের মধ্যে দ্বাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে।  একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করার যাবতীয় প্রক্রিয়া এর মধ্যেই শেষ করতে হবে স্কুলগুলিকে। 


মাধ্যমিক উচ্চমাধ্যমিক না হলেও ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন কোন পদ্ধতিতে হবে ৭ দিনের মধ্যে তা জানিয়ে দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও বোর্ড কর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কড়া নির্দেশ মূল্যায়নের জন্য ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের সমস্যার মুখে না পড়ে।

Related posts

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস