ছাত্র নেতা আনিস মৃত্য কাণ্ডে উত্তাল শহর কলকাতা।এম এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল বিক্ষোভ দেখা গেল কলকাতার রাজপথ জুড়ে। শহরের একাধিক জায়গায় এই ছাত্রনেতার মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে জড়ো হয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বহু ছাত্র-ছাত্রী।
এই ঘটনাকে সামনে রেখে কলকাতার রাজপথে নেমেছে আলিয়া বিশ্ববিদ্যালয়-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারাও। প্রায় ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও কোনও কিনারা হয়নি আনিস মৃত্যু-রহস্যের। স্বাভাবিকভাবেই অধরা অজ্ঞাত অভিষুক্তরা। দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবিতে পথে নেমে সরব পড়ুয়ারা।
মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদে মিছিল করে মহাকরণ অভিযান শুরু করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ছাত্রদের সেই মিছিল নবান্ন পৌঁছতে পারে আশঙ্কা প্রকাশ করে পড়ুয়াদের পার্ক সার্কাসেই আটকে দেয় পুলিশ। পাশাপাশি বিক্ষোভ মিছিল করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও।
অপরদিকে ডোরিনা ক্রসিং-এর সামনে বিক্ষোভরত ছাত্রদের আটকাতে পুলিসের তরফে তৈরি রাখা হয় ত্রিস্তরীয় ব্যারিকেড ব্যবস্থা। এদিনের এই বিক্ষোভ মিছিলের কারণে শহরের প্রাণ কেন্দ্রে সৃষ্টি হয় তীব্র যানজট। স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।