ন’দিন পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। অভিযোগ, ঘটনার দিন দু’জন ছাত্রীর শ্লীলতাহানি করেছেন তিনি।
অভিযোগ উড়িয়ে দিয়ে ওমপ্রকাশ মিশ্র বলেন, ‘‘আমাকে মারধর করা হয়েছিল। আমাকে কালিমালিপ্ত করতেই এই ঘটনা ঘটানো হচ্ছে।’’ তবে ছাত্রীরা তাঁর যুক্তি মানতে নারাজ। তারা অধ্যাপকের ঘরের সামনে প্ল্যাকার্ড হাতে বসে বিক্ষোভ দেখান।
বিশৃঙ্খলা এড়াতে ক্যাম্পাসে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। যদিও কয়েকদিন আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, তিনি শিক্ষাঙ্গনে পুলিশ চান না।