Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আগামী মাসেই অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা পাবে এক প্রস্থ করে স্কুলের পোশাক - NewsOnly24

আগামী মাসেই অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা পাবে এক প্রস্থ করে স্কুলের পোশাক

সরকারি স্কুলের অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের আগামী মাসেই এক প্রস্থ করে স্কুলের পোশাক দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে সরকারি স্কুলের পড়ুয়াদের ইউনিফর্ম দেওয়া চালু করেন। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা বিনামূল্যে স্কুলের পোশাক পায়। বছরে দুটো সেট। একবার এপ্রিল মাসে, আর একবার সেপ্টেম্বর মাসে। এবার মার্চ মাসেই প্রথম সেট ইউনিফর্ম দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। সেই মর্মে নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত এই কাজ বাস্তবায়িত করার জন্য রাজ্য প্রশাসনের কর্তারাও উঠে পড়ে লেগেছেন।

ইউনিফর্ম তৈরির কাজে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সময়ের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। প্রত্যেক জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে চলতি মাসের মধ্যেই স্কুলে স্কুলে নতুন পোশাক পৌঁছে যায়। চলতি বছরে রাজ্যের ৮২ হাজার ৯০৬টি স্কুলের ১ কোটি ৭ লক্ষ পড়ুয়াকে দু’ প্রস্থ করে স্কুলের পোশাক দেওয়া হবে। জানা গেছে, এখনও পর্যন্ত প্রথম সেটের মোট ৪৫ শতাংশ ইউনিফর্ম তৈরির কাজ হয়েছে। সেই কারণেই জেলা প্রশাসনকে ইউনিফর্মের কাপড় কাটা এবং সেলাইয়ের কাজ চলছে এমন ইউনিটগুলিতে নিয়মিত পরিদর্শনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । কাজের অগ্রগতি খতিয়ে দেখতে প্রত্যেক ১৫ দিন অন্তর পরিদর্শনে যাবেন ব্লকের আধিকারিকরা। জেলা স্তরের আধিকারিকরা মাসে এক বার পরিদর্শনে যাবেন। এরপর তাঁরা কাজের অগ্রগতি নিয়ে রাজ্য প্রশাসনকে রিপোর্ট জমা দেবেন।

নবান্ন সূত্রে খবর, বেশ কয়েকটি জেলার কাজ এখন প্রায় শেষের পথে। কিছু জেলার কাজ ধীর গতিতে চলছে। এই জেলাগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কাজ দ্রুত শেষ করা হয়। যে জেলাগুলির কাজ শেষের পথে তাদের মধ্যে রয়েছে, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, মালদা এবং কোচবিহার।

Related posts

নজরে বাঁকুড়া, ১৫ হাজার চাকরির বার্তা অভিষেকের

ভোটের আগে বাংলার মন পেতে হাতিয়ার রেল, উত্তরে অমৃত ভারত সব ছ’টি ট্রেন ঘোষণা

এসআইআর শুনানিতে প্রযুক্তির দাপট, ক্ষোভ মমতার, ফের জ্ঞানেশকে চিঠি