Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ট্যাব সংক্রান্ত তথ্য পোর্টালে আপলোড করতে হবে পড়ুয়াকেই - NewsOnly24

ট্যাব সংক্রান্ত তথ্য পোর্টালে আপলোড করতে হবে পড়ুয়াকেই

সাধনা দাস বসু : ট্যাবের টাকা নিয়ে দুর্নীতি এড়াতে এখন থেকে এই সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়াকেই পোর্টালে আপলোড করতে হবে বলে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। তথ্য ঠিকমত আপলোড হল কি না পড়ুয়ারা তা যাচাই করতেও পারবে। এবার থেকে আর ট্যাব সংক্রান্ত তথ্য স্কুলের প্রধান শিক্ষকরা আপলোড করতে পারবেন না। এতদিন পড়ুয়াদের এই সংক্রান্ত তথ্য আপলোড ও যাচাইয়ের ক্ষমতা ছিল শুধু প্রধান শিক্ষকদের হাতে। তথ্য আপলোডের ক্ষেত্রে কোনও ভুল হলে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে সেই পড়ুয়াকেই। এতে প্রধান শিক্ষকের কোনও দায়িত্ব থাকবে না বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। প্রয়োজনে পোর্টালটিকে আরও সুরক্ষিত করে তুলতে এর আধুনিকীকরন করা হবে। পুলিশের পাশাপাশি ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারকে ট্যাব কেলেঙ্কারির বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। ইতিমধ্যে সংস্থা একটি মান্য কার্যবিধি তৈরি করেছে বলে জানা গিয়েছে।

ট্যাব কেলেঙ্কারি: পড়ুয়াদের ট্যাব কেনার টাকা হাতানোর ঘটনায় গ্রেফতার আরও ৪

উল্লেখ্য, তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য রাজ্য সরকারের দেওয়া দশ হাজার টাকা ৩০০ র বেশি পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি বলে অভিযোগ ওঠে। কোথাও কোথাও আবার এই টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে বলে অভিযোগ। কেউ কেউ আবার দু’বার টাকা পেয়েছে বলেও অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, ট্যাব কেলেঙ্কারির ঘটনায় ইতিমধ্যেই ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবারই ট্যাব নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, শিক্ষা সচিব এবং আরও অনেকে। ট্যাব কেলেঙ্কারির ঘটনায় তদন্ত করে দ্রুত দোষীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যসচিব। সেই সঙ্গে প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলার জন্য শিক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

Related posts

বাংলাদেশি সন্দেহে ঝাড়খণ্ডে বাংলার শ্রমিক খুনের অভিযোগ, বেলডাঙায় রেল-সড়ক অবরোধ

দক্ষিণবঙ্গেই শীতের দাপট, কলকাতায় নামল পারদ; ঘন কুয়াশার সতর্কতা

সিঙ্গুরে মোদীর সভা ঘিরে জমি বিতর্ক, সম্মতি ছাড়াই ‘টাটার মাঠ’ ব্যবহারের অভিযোগ