প্রথম পাতা খবর মহাকাশে পা রাখতে চলেছেন শুভাংশু শুক্লা, বহু প্রতীক্ষিত গর্বের মুহূর্ত আর কিছুক্ষণের মধ্যেই

মহাকাশে পা রাখতে চলেছেন শুভাংশু শুক্লা, বহু প্রতীক্ষিত গর্বের মুহূর্ত আর কিছুক্ষণের মধ্যেই

246 views
A+A-
Reset

চার দশকের অপেক্ষার অবসান। ইতিহাস গড়তে তৈরি ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। আজ, বুধবার, ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে নাসা ও স্পেস এক্স-এর যুগ্ম উদ্যোগে মহাকাশে পাড়ি দিচ্ছেন তিনি। ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১২টা ১ মিনিটে শুরু হবে শুভাংশুদের ঐতিহাসিক অভিযান।

১৯৮৪ সালে রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পা রাখতে চলেছেন শুভাংশু। স্পেসএক্স-এর ‘ড্রাগন’ মহাকাশযানে তাঁকে নিয়ে যাওয়া হবে ‘ফ্যালকন ৯’ রকেটের সাহায্যে। ১৪ দিনের এই অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অন্তত ৬০টি বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা চালানো হবে।

এই অভিযানে শুভাংশুর সঙ্গে রয়েছেন নাসার প্রাক্তন নভোচর ও অভিযানের কমান্ডার রেগি হুইটসন, পোল্যান্ডের স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু।

শুভাংশুর এই অভিযানে গোটা দেশ তাকিয়ে রয়েছে গর্বে ও উৎসাহে। ভারতীয় মহাকাশ গবেষণায় আজ যোগ হচ্ছে এক নতুন অধ্যায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.