করেননি ব্রেক-ফাস্ট, হয়নি ঘুম, আবারও জেলে অসুস্থ হয়ে পড়লেন সুব্রত, আনা হল এসএসকেএম-এ

ডেস্ক: রাত কেটেছে উৎকন্ঠায়, করেননি ব্রেক-ফাস্ট, হয়নি ঘুম, আবারও জেলে অসুস্থ হয়ে পড়লেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁকে নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে। গাড়ি করেই আসেন তিনি। উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশে হাত নাড়ান। এর আগে ভোররাতে সুব্রত মুখোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে এলেও কোনও পরীক্ষা না করিয়ে ফের জেলেই ফিরে যান।


হাসপাতালে যাওয়ার সময় জেলের বাইরে দাঁড়িয়ে সুব্রত বললেন, “আমি অসুস্থ বোধ করছি। তাই হাসপাতালে নিয়ে যাচ্ছে।” সূত্রে জানা গিয়েছে, সকাল থেকে প্রেসিডেন্সি জেলে চা-জল ছাড়া কিছুই খাননি তাঁরা। ব্রেক-ফাস্ট তাঁরা করেননি। অল্প কিছুক্ষণের জন্য ঘুমান। উদ্বেগের কারণেই তাঁর ঘুম হয়নি বলে জেল সূত্রে খবর।

আরও পড়ুন: কাকভোর অসুস্থ হয়ে পড়েন মদন-শোভন, ভর্তি SSKM-এ, রয়েছে Oxygen সাপোর্ট

সোমবার সুব্রতর পরিবারের সদস্যরা সিবিআইয়ের কাছে আবেদন জানান, বর্ষীয়ান ওই নেতাকে জেলে নয়, হাসপাতালে রাখা হোক। কারণ তাঁর শারীরিক অবস্থা ভাল নেই। সিকিউরিটি মারফতই জেলের ভিতর ওষুধ পৌঁছয় তাঁর কাছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন