লখনউয়ের রাম মনোহর লোহিয়া আইন বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্যকর ঘটনা। শনিবার রাতে প্রকাশ্যে এসেছে এক মর্মান্তিক ঘটনা। রহস্যময় মৃত্যু বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের আইনের ছাত্রী আনিকা রাস্তোগির।
নয়ডার বাসিন্দা আনিকা একজন সিনিয়র আইপিএস অফিসারের মেয়ে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহপাঠীরা হতবাক।
শনিবার গভীর রাতে আনিকার রুমমেট রুমে ফিরে দরজায় ধাক্কাধাক্কি শুরু করে। কিন্তু ভেতর থেকে বন্দ থাকায় তা খোলেনি। সঙ্গে সঙ্গে তিনি হোস্টেলের ওয়ার্ডেনকে বিষয়টি জানান। ওয়ার্ডেন ঘটনাস্থলে পৌঁছালে দরজা ভেঙে ভিতরে ঢোকা হয়। ভিতরের দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যান।
মেঝেতে সংজ্ঞাহীন হয়ে পড়ে ছিলেন আনিকা। সঙ্গে সঙ্গে তাঁকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিক তদন্ত শুরু করেছে পুলিশ।