কলকাতা: সদ্য বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। কয়েক ঘণ্টার মধ্যেই তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দমকলমন্ত্রী সুজিত বসুর। শনিবার লেকটাউনের একটি পথসভায় মন্ত্রীর দাবি, তাঁর আপ্তসহায়ককে চাপ দেওয়া হচ্ছে তাঁর নাম বলিয়ে নেওয়ার জন্য।
বলে রাখা ভালো, ইতিমধ্যেই মন্ত্রীর আপ্তসহায়ক নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করেছে এজেন্সি। কিছুই পায়নি তারপরও তাঁর নাম বলতে চাপ দেওয়া হচ্ছে। সুজিত বলেন, ‘‘শুধু বলছে সুজিত বসুর নামটা বলে দাও, লিখে দাও, তোমাকে ছেড়ে দেব। এটা কী ধরনের অত্যাচার!’’
তিনি আরও বলেন, ‘‘নিতাই আমার আপ্তসহায়ক ছিল। প্রথম বার কাউন্সিলর হয়েছে, এখন পুরসভার ভাইস চেয়ারম্যান হয়েছে। ওর বাড়িতে গিয়ে ১২ ঘণ্টা ধরে তল্লাশি করেছে, কিছুই পায়নি। তার পর এখন আমার নাম বলার জন্য ওর ওপর চাপ দেওয়া হচ্ছে।’’
বৃহস্পতিবার সকাল থেকে টানা ২০ ঘণ্টা ধরে জ্যোতিপ্রিয়কে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। রাত ৩টে নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে তুললে এজলাসেই অসুস্থ পড়েন তিনি। বর্তমানে হাসপাতালে ভর্তি। সুজিত এ দিন বলেন, “কোনও নেতা দোষ করলে তাঁকে গ্রেফতার অবশ্যই করুক। কিন্তু অনেকের দোষ না থাকা সত্ত্বেও তাঁদের গ্রেফতার শুধু করছে না, অসুস্থও করে দিচ্ছে।”